December 15, 2025, 5:39 pm

শিবপুরে চার বছরের শিশু ধর্ষণের দায়ে মুদি দোকানী গ্রেফতার

Reporter Name 178 View
Update : Friday, April 26, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার,২৬ এপ্রিল ২০১৯:
নরসিংদীর শিবপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত আসামী রায়হান মিয়া (২২) মুদি দোকানীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রায়হান শিবপুর উপজেলার আব্দুল বাছেদ মিয়ার ছেলে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি জানান শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে অভিযুক্ত রায়হান তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শিকার করেছে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফরিয়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির দাদার দায়ের করা মামলায় বলা হয়, অভিযুক্ত মুদি দোকানী রায়হান তাঁর প্রতিবেশি ওই শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার করলে আশপাশের বাড়ির এগিয়ে আসলে রায়হান পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে, চিকিৎসা সম্পন্ন করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান পলাতক ছিলো।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর