August 3, 2025, 3:04 am

মাধবদীতে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে বসতবাড়িতে ভাংচুর

Reporter Name 274 View
Update : Wednesday, July 4, 2018

নিজস্ব প্রতিবেদক,বুধবার, ০৪ জুলাই ২০১৮: নরসিংদীর মাধবদীতে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, প্রতিপক্ষের বসতবাড়ি হামলা ও ভাংচুর করা হয়েছে। সোমবার রাতে কাঁঠালিয়া ইউনিয়নের চৌঘরিয়া এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যায় চৌঘরিয়া গ্রামের আল-আমিন ও সোলায়মান লুডু খেলায় হারজিত নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও

সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ওই দিন রাতে আল-আমিন ও তার সহযোগীরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় তাদের বাধা দিয়ে গিয়ে আম্বিয়া বেগম নামে এক নারীসহ দু’জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত শফি মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ ছয়জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ইলিয়াছ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর