August 31, 2025, 2:33 pm

ভারতে ট্রাক ও ট্রলির সংঘর্ষে নিহত ৬

Reporter Name 185 View
Update : Thursday, June 6, 2019

ভারত ডেস্ক | বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯:
ভারতের উত্তর প্রদেশে ট্রাক ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ জুন) রাতে উত্তর প্রদেশের হার্দই জেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক্টর ট্রলিটি ৪২ জন যাত্রী নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে হার্দইয়ের সার্কেল অফিসার বিজয় সিনহা রানা বলেন, সংঘর্ষে যাত্রীবাহী ট্রলিটি গড়াগড়ি খেয়ে পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আহতদের মধ্যে হার্দই জেলা হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে। আর বাকিদের বিলগ্রাম কমিউনিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্ণৌ পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর