August 9, 2025, 10:30 am

‘যেকোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে’

Reporter Name 288 View
Update : Sunday, July 15, 2018

নিউজ ডেস্ক,রবিবার,১৫ জুলাই ২০১৮:
রোহিঙ্গা প্রত্যাবর্তন, সন্ত্রাস দমনসহ যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (১৫ জুলাই) সচিবালয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দেশের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন বাংলাদেশে থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমরা ভারতকে জানিয়ে দিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি‌ জমিও সন্ত্রাসীদের দেয়া হবে না।’

রিজওয়ানাল সিকিউরিটি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই দেশই এ বিষয়ে সহায়তা করছে। বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে ভারত সহায়তা করবে বলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বয়োজ্যেষ্ঠ ও মুক্তিযোদ্ধাদের ভিসা সহজ করার জন্য বাংলাদশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশের ৬৫ বছর ও এর বেশি বয়সী এবং মুক্তিযোদ্ধাদের পাঁচ বছরের জন্য ভিসা দেবে। সঙ্গে যারা দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন, সেই মুক্তিযোদ্ধারদের জন্য একই ধরনের ভিসাসুবিধা তারা প্রদান করেছেন। সেই অনুযায়ী কাজ শুরু করেছেন, যেটার চুক্তি আজ স্বাক্ষর করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের সীমান্তবর্তী এলাকায় টহলের জন্য রাস্তা নির্মাণ করার পদক্ষেপ নেয়া হচ্ছে। এখানেও ভারত সাহায্য করবে। এতে, যাতে করে মানবপাচার, চোরাচালাক, মাদক সমস্যাসহ অন্যান্য বিষয় রোধ করা সহজ হবে।’

বৈঠকে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সহযোগিতা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর