August 4, 2025, 10:40 am

এ বার ভাস্কর ঋতুপর্ণা

Reporter Name 163 View
Update : Saturday, June 22, 2019

বিনোদন ডেস্ক | শনিবার, ২২ জুন ২০১৯:
জীবন কী রকম? এ প্রশ্নের অনেক ব্যাখ্যা হয়তো আপনি পাবেন। ভালো বা মন্দ। কিন্তু সব কিছুর শেষে মানুষ চায় সুন্দর জীবন। ঠিক এই ভাবনা নিয়েই রাজু দেবনাথ ‘বিউটিফুল লাইফ’ ছবির চিত্রনাট্য লিখেছেন।

শুটিং ব্রেকে পরিচালক বললেন, ‘প্রতিটি মানুষ চান জীবন সুন্দর হোক। তার চাবিকাঠি মানুষের হাতেই রয়েছে। সেই বিউটিফুল লাইফে পৌঁছানোর পথের হদিস দেবে এই গল্পটা।’

সেরিব্রাল অ্যাডরোফিতে আক্রান্ত এক রোগীকে নিয়ে এগোবে গল্প। এই ভূমিকায় অভিনয় করছেন দেবস্মিতা সেনগুপ্ত। ওই রোগীকে ঘিরে রয়েছেন এক চিত্রশিল্পী, এক ভাস্কর এবং এক বিজ্ঞানী। এই তিন চরিত্রে যথাক্রমে টোটা রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখবেন দর্শক। এ ধরনের চরিত্র ঋতুপর্ণার ক্যারিয়ারে নতুন। সব মিলিয়ে অপেক্ষার পারদ চড়ছে দর্শক মহলে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর