November 2, 2025, 7:01 am

যমুনায় বিয়ের নৌকা ডুবে একজনের মৃত্যু, পুলিশসহ নিখোঁজ ২

Reporter Name 150 View
Update : Wednesday, August 14, 2019

সিরাজগঞ্জ | বুধবার, ১৪ আগস্ট ২০১৯:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে বিয়ের বরযাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ ২ জন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে আসা ৩০ জনের একটি বিয়ের যাত্রীবাহী নৌকা বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যাচ্ছিল। নৌকাটি সিন্নার চর এলাকায় পৌঁছুলে যমুনার প্রবল স্রোতে ডুবে যায়। এতে নৌকায় থাকা বরযাত্রীরা নদীতে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃতদেহ উদ্ধার করে। বাকিরা সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও এক পুলিশ সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছে।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর