কোহলির ক্রিকেটে খেলতে যাবেন ইংল্যান্ডে তার পরিবর্তে শ্রেয়াস আয়ার মাঠে

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জুনে একটি টেস্ট খেলবে ভারত। ঘরের মাঠে এই টেস্টে খেলবেন না অধিনায়ক বিরাট কোহলি। তিনি কাউন্টি ক্রিকেটে খেলতে যাবেন ইংল্যান্ডে।
কোহলি কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ায় ভাগ্য খুলতে যাচ্ছে শ্রেয়াস আয়ারের। কোহলির পরিবর্তে আফগানিস্তানের মেইডেন টেস্টে খেলার সুযোগ পেতে যাচ্ছেন শ্রেয়াস। একমাত্র টেস্টটি শুরু হবে ১৪ জুন। কোহলি পুরো জুন মাস ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের হয়ে খেলবেন। শুধু আফগানিস্তানের বিপক্ষে টেস্টই নয়, তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবেন না।
আফগানিস্তানের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে আয়ারল্যান্ড সফরে ভারত দলের আর্ম ব্যান্ড পড়বেন রোহিত শর্মা।
আজ সোমবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের নির্বাচক কমিটি এক সভায় বসেছিল। সেখানেই বিভিন্ন সিদ্ধান্ত নেয় তারা। কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মা ১১ থেকে ১৪ মে ইয়র্কশায়ার ও সারের হয়ে খেলবেন। এরপর ২০ জুনের আগে তাদের আর কোনো ম্যাচ নেই। সুতরাং তারা দুজনও আফগানিস্তানের বিপক্ষের টেস্টে খেলবেন।
কোহলি যেহেতু খেলবেন না সেহেতু তার পরিবর্তে কাকে নেওয়া যায়? সেই প্রশ্নে নির্বাচক কমিটির এক সদস্য শ্রেয়াস আয়ারের দিকে দৃষ্টি দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে আয়ারের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে, ‘আমরা কোহলির বিকল্প খুঁজছি। তার পরিবর্তে আয়ার খেলবে আফগানিস্তানের বিপক্ষে। জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ার স্থানে বিজয় শঙ্কর। এই প্যাটার্ন ভাঙার কোনো সুযোগ নেই।’
শ্রেয়াস আয়ার ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে রান করেছেন ৩ হাজার ৯৮৯টি। যেখানে তার গড় ৫৩.৯০।
আফগানিস্তানের বিপক্ষের টেস্টে মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা ও আজিঙ্কা রাহানে নিশ্চিতভাবে সেরা একাদশে খেলছেন।