August 1, 2025, 9:59 am

রামপুরায় কুকুর হত্যা করার অপরাধ: প্রহরীর জেল

Reporter Name 177 View
Update : Thursday, May 10, 2018
bd-journal

নিজস্ব প্রতিবেদক,বৃহস্পতিবার,১০ মে ২০১৮:

রাজধানীর রামপুরার বাগিচার টেকে ২টি কুকুর ও ১৪টি ছানাকে জীবন্ত পুঁতে ফেলার দায়ে এক নিরাপত্তা প্রহরীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব এ আদেশ দেন।

একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. সিদ্দিক বর্তমানে পলাতক।

আদালত বলেছেন, আসামিকে গ্রেফতার করলে কিংবা আত্মসমর্পণ করলে তারপর থেকে এ শাস্তি কার্যকর করা হবে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৫ অক্টোবর রাতে ২টি মা কুকুর এবং ১৪টি বাচ্চা কুকুরকে মাটি চাপা দিয়ে হত্যা করে সে। এর মধ্যে থেকে মা কুকুর ২টিকে লোহার রড দিয়ে পিটিয়ে অর্ধমৃত করে এবং বাচ্চা কুকুরগুলোকে বস্তায় ভরে মাটি চাপা দেয়া হয়। এ ঘটনায় পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার বাংলাদেশ এর সদস্য রফিকুল হক রামপুরা থানায় ১৯২০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুর আইনের ৭ ধারায় মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউড সুপারস্টার সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সেদেশের আদালত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর