August 2, 2025, 4:18 am

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে যোগদেন তুরাগ থানা ছাত্রলীগ

Reporter Name 168 View
Update : Friday, May 11, 2018

রাসেল খান,

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে তুরাগ থানা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফ হাসান এর নেত্রীত্বে মিছিল করেন তুরাগ থানা ছাত্রলীগ। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই রাজধানী সহ আস পাশের বিভিন্নপ্রান্ত প্রান্ত থেকে ব্যানার হাতে অনুষ্ঠানস্থলে মিছিল সহ আসতে থাকেন নেতাকর্মীরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরো গতিশীল করার লক্ষ্যে সকাল থেকে  সংগঠনের নেতাকর্মীরা ঢাকার থানা ও ওয়ার্ডের বাইরেও রাজধানীর আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন নেতা কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায় পায়ে হেঁটে বা পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন নেতাকর্মীরা। মিছিলে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মী ও সমর্থকরা আছেন।

 

নেতাকর্মীদের মিছিল-স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। ঢোল-তবলাসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের বাজনায় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কাজ করছেন। সমাবেশ ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থলে প্রবেশ  মুখে আর্চওয়ে দিয়ে নিরাপত্তা তল্লাশি করে ঢুকতে দেয়া হচ্ছে।

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর