August 2, 2025, 4:19 am

ছাত্রলীগ উত্তরের কমিটিতে আলোচনায় যারা

Reporter Name 198 View
Update : Sunday, May 13, 2018

নিজস্ব প্রতিবেদক,
যে কোন সময় ঘোষণা হতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের ছাত্রলীগের কমিটি। শোনা যাচ্ছে কেন্দ্রিয় কমিটির সাথেই ঘোষণা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার দুই অংশের কমিটি। এতে মহানগর উত্তরের কমিটির একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে এর মাঝে প্রধানমন্ত্রীর হাতে জমা দেওয়া হয়েছে। প্রতিবার সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হলেও এবারই প্রথম বারের মতো সিলেকশনে করা হবে কমিটি। তবে কমিটি ঘোষণার আগেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ খবর নেওয়া হয়েছে পদ প্রত্যাশীদের। ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়াই করতে ১০১ জন ফরম জমা দিয়েছে। এর মধ্যে ৪১ জন সভাপতি পদে এবং ৬০ জন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিয়েছে।
জানাগেছে, পারিবারিক ভাবে যারা আওয়ামী লীগের রাজনীতির সাতে জড়িত, পরিবার থেকেই মুজিব আদর্শে অনুপ্রাণিত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং শিক্ষিত তাদেরকেই বেছে নেওয়া হবে ঢাকা উত্তর ছাত্রলীগের কমিটিতে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা ধরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের পারিবারিক রাজনৈতিক আদর্শের খোজ-খবর নেওয়া হয়েছে ইতিমধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, শীর্ষ দুই পদের দৌড়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ৬ জন। তারা হলেন, মহিউদ্দীন আহম্মেদ, এনামুল হাসান স¤্রাট, শফিকুল ইসলাম, মেহেদি আনোয়ার জয় ও নাজমুল হাসান শৈশব। এদের মধ্যে বৃহত্তর উত্তরা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার এর ছেলে মেহেদী আনোয়ার জয় সাধারণ সম্পাদক পদে সর্বাধিক বিবেচনায় রয়েছেন। গত কমিটির প্রচার সম্পাদক ও আওয়ামী পরিবারে একনিষ্ট সদস্য হওয়ায় গোয়েন্দা প্রতিবেদনও উঠে আসে তার নাম।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর