August 1, 2025, 9:59 am

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় প্রিয়াঙ্কার প্রেস ব্রিফিং কাল

Reporter Name 199 View
Update : Wednesday, May 23, 2018

বিনোদন ডেস্ক, বুধবার, ২৩ মে ২০১৮:
রোহিঙ্গা ইস্যুতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন বলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া।

গত সোমবার বান্ধবী মেগানের বিয়েতে যোগ দিয়ে লন্ডন থেকে ঢাকায় পৌঁছার পর গত তিনদিনই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা জানাতেই আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি।

ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার সকালে টেকনাফের বালুখালীতে ইউনিসেফ পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রে শিশুদের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা।

গতকাল মঙ্গলবার সকালে এই বলিউড তারকা গিয়েছিলেন টেকনাফের হাড়িয়াখালীর ভাঙ্গার এলাকায়। প্রায় নয় মাস আগে রোহিঙ্গা-ঢলের অন্যতম প্রবেশপথ ছিল এই এলাকা।

ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে ইউনিসেফের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে যান তিনি। সেখানে তিনি বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয়াঙ্কার সেই অভিজ্ঞতা জানাতেই আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীর করণীয় সম্পর্কেও তিনি আলোকপাত করবেন।’

সংবাদ সম্মেলন শেষে ওই দিনই মুম্বাই ফিরে যাবেন প্রিয়াঙ্কা চোপড়া।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর