July 31, 2025, 6:48 am

তুরাগে দিনে দুপুরে তিন স্থানে চুরি

Reporter Name 176 View
Update : Monday, May 28, 2018

তুরাগ সংবাদদাতা,
রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় দিনে দুপুরে একই দিনে রুমের তালা ভেঙ্গে তিনটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল ৫ টার দিকে বাউনিয়া বটতলা হাজী মুখলেছউর রহমান এর বাড়ি সহ আরো দুইটি বাড়িতে এঘটনাটি ঘটে।
জানা যায়, ফিরোজ আহাম্মেদ রনি ৫ বছর যাবৎ পরিবার নিয়ে বসবাস করেন এ বাড়িতে সোমবার বিকেলে বাড়ির লোকজন হাটা হাটি করতে বাহিরে গেলে ঝোপ বুঝে চোর চক্রের সদস্যরা বাড়ির তালা বেঙ্গে রুমে প্রবেশ করে আলমারির ভিতরে থাকা দের ভড়ি ওজনের সোনার গহনা, একটি বেসলাইট, দুইটি মোবাইল ফোন সহ প্রয়োজনিয় মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনায় পর খবর পেয়ে তুরাগের দিয়াবাড়ি ফাড়িঁ পুলিশের ইনর্চাজ এসআই শফিউল আলম ঘটনা স্থল পরির্দশন করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর