August 2, 2025, 4:33 am

শ্যামপুর বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name 184 View
Update : Thursday, May 31, 2018

নিজস্ব প্রতিবেদক,বৃহস্পতিবার,৩১ মে ২০১৮ : রাজধানীর শ্যামপুর পুরাতন আলী বহর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আরও একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- মো. আলী (২২), রেজাউল ইসলাম (২০)। আহত অবস্থায় হাফিজুল ইসলাম (২৩) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের সহকর্মী সবুজ ও হৃদয় জানান, নির্মাণাধীন ভবনের প্রথমতলায় নির্মাণ কাজ করছিলেন আলী, রেজাউল ও হাফিজুল। সকালে তারা কাঁধে করে রড উঠানোর সময় ওই ভবনের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নির্মাণ শ্রমিকের মধ্যে আলী ও রেজাউলকে দুপুর সাড়ে ১২টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন। হাফিজুলকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত ও নিহতরা ওই ভবনেই থাকতেন বলে জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর