July 31, 2025, 12:29 am

এমপিদের সহযোগিতা করবে বাজেট হেল্প ডেস্ক

Reporter Name 189 View
Update : Sunday, June 3, 2018

নিউজ ডেস্ক,রবিবার ০৩ জুন ২০১৮: আসন্ন বাজেট সম্পর্কে জানতে ও সংসদে এ নিয়ে আলোচনায় সহযোগিতা দিতে এমপিদের জন্য জাতীয় সংসদে চালু হচ্ছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক।

সোমবার থেকে এটি চালু হবে। সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ)-এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা দিতে সংসদ সচিবালয় প্রতি বছরের মতো এবছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যরা এই হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন।

আগামী ৫ জুন মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলমান জাতীয় সংসদের ২১তম এ অধিবেশন সকাল ১১টায় শুরু হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭ জুন সংসদে বাজেট পেশ করবেন। এবার প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন তিনি। ৩০ জুন বাজেট পাস হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর