August 26, 2025, 6:58 am

উত্তরার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতার ঈদবস্ত্র বিতরন

Reporter Name 278 View
Update : Thursday, June 14, 2018

রাসেল খান,

রাজধানী উত্তরা বিভিন্ন স্থানে ঈদকে সামনে রেখে গরিব অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করেন আওয়ামীলীগের ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান,

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আজমপুর কাচা বাজার,উত্তরখান মাজার,আসকোনার হাজী ক্যাম্প এলাকায় প্রায় ৫ হাজার গরিব দুখিদের মাঝে শাড়ি এবং লুঙ্গী বিতরন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক এস এম মাহাবুব,হাজী ইব্রাহীম গনি, আওয়ামীগীগ নেতা এসএম জামান।

বস্ত্রবিতরনে আলহাজ্ব হাবিব হাসান বলেন, প্রতি ঈদে আমি আমার সমর্থ্য অনুযায়ী গরিব দুখিদের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করার চেষ্টা করি। আজ আমি আজমপুর কাচাঁবাজার, উত্তরখান মাঝার,এবং আশকোনা হাজীক্যাম্প এলাকায় প্রায় ৫ হাজার অসোহায় মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরন করি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর