August 9, 2025, 2:51 am

নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখতে হবে: আইজিপি

Reporter Name 301 View
Update : Thursday, June 14, 2018
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক*
বৃহস্পতিবার,১৩ জুন ২০১৮: আইনশৃঙ্খলা বাহিনী তো থাকবেই, তবে ঈদযাত্রীদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই দেখতে হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী।

বুধবার (১৩ জুন) দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঈদ উপলক্ষে স্থাপিত পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন করতে এসে আইজিপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় তিনি ঈদযাত্রীদের যাত্রাকালে অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু গ্রহণ না করতে ও না খেতে পরামর্শ দেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে অজ্ঞান পার্টির বেশ কিছু গ্যাংকে আটক করা হয়েছে বলে জানান আইজিপি।

যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে যাত্রীদের চকলেট খাইয়ে কিংবা পাশে বসে গল্পের ছলে তাদের অজ্ঞান করে। জ্ঞান ফিরে পাওয়ার পর যাত্রী দেখে তার কোনও কিছুই নেই। সে বুঝতে পারে সব ছিনতাই হয়ে গেছে। এ বিষয়গুলো ইদযাত্রায় বিশেষভাবে নজরে রাখতে হবে। কারও কাছ থেকে কিছু গ্রহণ বা কোনও কিছু খাওয়া যাবে না।’

আইজিপি জাবেদ পাটোয়ারী আরও জানান, অন্যান্য বছরের মতো এবারও ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর