ঈদের দিনে হাসপাতালে ভর্তি পরী

বিনোদন ডেস্ক,শনিবার,১৬ জুন ২০১৮: ঢালিউডের এই সময়ে জনপ্রিয় নায়িকা পরীমণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঈদের দিন শনিবার সকালে পেটে ও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পরীমণি। মূলত গ্যাস্টিকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। তারপরও দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি। বর্তমানে অ্যাপোলের হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তামজিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন নায়িকা।
হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে সুস্থ রয়েছেন পরীমণি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কিছু নেই। দুপুরের পর পরীর বাসায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর