January 11, 2026, 10:36 pm

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Reporter Name 427 View
Update : Saturday, June 16, 2018

নিউজ ডেস্ক,শনিবার,১৬ জুন ২০১৮: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ-উল-ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিব্বুল্লাহিল বাকি নদভী ঈদের প্রথম জামাতে ইমামতি করেন। নামাজ শেষে আখেরি মোনাজাতে তিনি দেশ, জাতি ও বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, বায়তুল মোকাররমে ঈদের জামাতকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মূল গেটে তল্লাশি করার পর মুসল্লিদের মসজিদের ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। জায়নামাজ আর ছাতি ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর