August 1, 2025, 6:01 pm

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মেক্সিকোর চমক

Reporter Name 307 View
Update : Sunday, June 17, 2018

স্পোর্টস ডেস্ক,সোমবার,১৮ জুন ২০১৮: হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন জার্মানির। আজকের ম্যাচে ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল মেক্সিকো।

রবিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথম থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে।
৩৫ মিনিটেই জার্মান রক্ষণভাগ ভাঙেন লোজানো। কাউন্টার অ্যাটাক থেকে হাভিয়ের হার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর এক জার্মান ডিফান্ডারকে কাটিয়ে ম্যানুয়াল নয়্যারকে পরাস্ত করে দর্শনীয় এক গোল করেন এই ফুটবলার।

মধ্য আমেরিকার এগারো যোদ্ধার সামনে জার্মানির ডিফেন্স চূর্ণ হওয়ার ছবি আজ যেন প্রতীকী। ২৪ ঘণ্টা আগেই আইসল্যান্ডের ডিফেন্ডের সামনে ঘাম ঝড়িয়েও মেসিরা গোলমুখ দেখতে পারেনি। এদিন প্রায় এক ডজন সুযোগ পেয়েও গোলের দেখা পেল না মুলাররা। প্রতিআক্রমণে ঝড় তুলেই গোলের দেখা পায় মেক্সিকো। ফাইনাল বাঁশি বাজা পর্যন্ত সেই লিড ধরে রেখেই বাজিমাত।

আইসল্যান্ডের বিরুদ্ধে মেসিদের ড্রয়ের পর এবার জার্মানির হার রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় অঘটন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর