July 31, 2025, 7:20 am

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩৪

Reporter Name 329 View
Update : Monday, June 18, 2018

আন্তর্জাতিক ডেস্ক,সোমবার,১৮ জুন ২০১৮: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী হামলায় ৩৪ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরনো প্রদেশের ডামবোয়া শহরে এ হামলা চালানো হয়। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলার ভয়ে পালিয়ে যাওয়া স্থানীয় বাসিন্দাদের সেনাবাহিনী বাড়ি ফেরার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হয়।

এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলায় বোকো হারাম জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে স্থানীয় বাসিন্দাদের অঞ্চলটিতে ফেরার আহ্বান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল তুকুর বুরাতাই। নিজের অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, সেনাবাহিনী দীর্ঘদিনের চেষ্টায় বরনোর উত্তরাঞ্চল জঙ্গিদের কবল থেকে মুক্ত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে যখন স্থানীয় বাসিন্দারা বিশ্বকাপ ফুটবলে নাইজেরিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের লাইভ স্ক্রিমিং দেখে ফিরছিলেন তখন এ জোড়া বিস্ফোরণ ঘটানো হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর