August 2, 2025, 6:32 pm

লেখিকা ও সমাজকর্মী সাদিয়ার উপর দুর্বৃত্তদের হামলা

Reporter Name 197 View
Update : Monday, June 25, 2018

রিয়াজ মুন্না,(চট্টগ্রাম সংবাদদাতা)

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর,বিশিষ্ট লেখিকা ও সমাজককর্মী সাদিয়া বিনতে শাহজাহানকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।শনিবার বিকেলে প্রবর্তক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা,হাত ও পায়ে আঘাত করে।

আশেপাশে লোকসমাগম থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়।

জানা যায় যে,নারীদের ন্যায্য মজুরী না দেয়ার বিষয়ে দৈনিক ভোরের আলো পত্রিকায় সম্পাদকীয় লিখেন সাদিয়া।এতে করে গার্মেন্টস ও কোম্পানি মালিকেরা তার ওপর ক্ষিপ্ত হয় ও ফোনে হত্যার হুমকি দিতে থাকে।

এ ব্যাপারে সাদিয়া জানান,”নারী কর্মীদের মজুরী কম দেয়া নিয়ে লেখালেখি করায় তার উপর এ বর্বরতা চালানো হয়।এভাবে নির্মমভাবে অত্যাচার করে সত্যকে দমন করতে চাওয়াই ছিলো তাদের উদ্দেশ্য।”

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার আশা করছে সুধীসমাজ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর