August 2, 2025, 9:00 pm

তিন সিটিতে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার নয়: ইসি

Reporter Name 267 View
Update : Sunday, July 8, 2018

নিউজ ডেস্ক,রবিবার,০৮ জুলাই ২০১৮: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

রবিবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দিয়েছিলাম। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন হয়রানিমূলক গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেয়া হয়েছে। তবে কারও বিরুদ্ধে ওয়ান্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কি না।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর