August 2, 2025, 9:01 pm

উত্তরা ক্লাব থেকে ৫ কোটি টাকার বিদেশি মদ জব্দ

Reporter Name 271 View
Update : Tuesday, July 10, 2018

নিজস্ব প্রতিবেদক,মঙ্গলবার,১০ জুলাই ২০১৮: রাজধানীর উত্তরা ক্লাবে অভিযান চালিয়ে (৯ জুলাই) সোমবার বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছেন শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা। জব্দ পণ্যের মধ্যে ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, হুইস্কি, ভোদকা ও বিয়ার রয়েছে, যার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খবর পেয়ে ক্লাবের লোকজন তালা দিয়ে পালিয়ে যান। পরে তালা ভেঙে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অনুমতির বাইরে অতিরিক্ত ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার জব্দ করা হয়।

সংশ্নিষ্ট শুল্ক্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অনুমতির বাইরে অতিরিক্ত মদ ও বিয়ার বিক্রি করছিল ক্লাবের কর্মচারীরা। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান শুল্ক্ক গোয়েন্দা কর্মকর্তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর