July 31, 2025, 9:12 pm

ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়াম-ফ্রান্স মুখোমুখি আজ

Reporter Name 391 View
Update : Tuesday, July 10, 2018

স্পোর্টস ডেস্ক,মঙ্গলবার ,১০ জুলাই ২০১৮:

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের প্রায় নিয়মিত দল ছিল জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এবারের আসরে সময় যত গড়িয়েছে ধীরে ধীরে ছিটকে গেছে টুর্নামেন্টের ‘ফেভারিট তকমা’ নিয়ে খেলতে আসা দলগুলো। ফলে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ ইতিহাসেই প্রথমবারের সেমিফাইনাল হচ্ছে এবার।

তবে এই তিন দল না থাকলেও আজ প্রথম সেমিতে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ নিয়ে কিন্তু উত্তেজনার শেষ নেই। অবশ্য এটা হওয়ারই কথা। কারণ রাশিয়া বিশ্বকাপের প্রথম থেকেই এই দু’টি দল যেভাবে পারফরমেন্স করে সেমিফাইনালে উঠেছে তাতে আজ সেমিতে এই দুই দলের ফুটবল যুদ্ধ দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

রাশিয়া বিশ্বকাপে যে চারটি দল সেমিতে উঠেছে তার মধ্যে দুটো দল একবার করে বিশ্বকাপ জয় করলেও বাকি দুটি দল বিশ্বকাপ ট্রফির স্পর্শ পায়নি। তাই সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে এবার নতুন কোনো দল বিশ্বসেরা হলে অবাক হওয়ার কিছু থাকবেনা। ফলে আজ ফ্রান্সের বিপক্ষে বেলজিয়ামের লড়াইটা যে কঠিনই হবে তা বলাই যায়।

প্রথম সেমিফাইনালের এই ম্যাচটি মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২ টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্র্গে শুরু হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর