August 2, 2025, 9:07 pm

হজযাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস

Reporter Name 302 View
Update : Sunday, July 15, 2018

নিউজ ডেস্ক,রবিবার,১৫ জুলাই ২০১৮: হজযাত্রীদের নিরাপদে আশকোনার হজক্যাম্প থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে ঢাকা উত্তর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

রবিবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে এই ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এয়ারপোর্ট ক্রসিং একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ক্রসিং। হজযাত্রীরা পায়ে হেঁটে এই ক্রসিং অতিক্রম করলে দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একই সঙ্গে এই ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনা কিছু সমস্যা থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। তাই হজযাত্রীদের গমনাগমন নিরাপদ এবং সুশৃঙ্খল করতেই ট্রাফিক উত্তর বিভাগের এই উদ্যোগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) রহিমা আক্তার লাকী, সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) ট্রাফিক উত্তর আলী আকবর শরীফ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট ট্রাফিক জোন) শচীন মৌলিকসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর