July 30, 2025, 6:26 pm

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একটি লোকও না খেয়ে মারা যাবে না’

Reporter Name 268 View
Update : Tuesday, July 17, 2018

নিউজ ডেস্ক,মঙ্গলবার,১৭ জুলাই ২০১৮: তৃণমূলের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে খেলতে না পারে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার।

আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক উপায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে গৃহহারা মানুষের বসবাসের জায়গা করে দিয়েছে সরকার। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সরকার বিভিন্ন ভাতা, বৃত্তি প্রদানের প্রকল্প নতুনভাবে শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে একটি লোকও না খেয়ে মারা যাবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর