August 2, 2025, 9:02 pm

তুরাগে নিন্মমানের সামগ্রী দিয়ে নির্মান করা হচ্ছে রাস্তা

Reporter Name 276 View
Update : Friday, July 20, 2018

তুরাগ প্রতিনিধি : রাজধানীর তুরাগের বাউনিয়া মৈশাগার এলাকা একটি সংযোগ সড়কে নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে। এরকম নিন্মমানের সামগ্রী দিয়ে  কাজ করলে  সড়কটি মোটেও স্থায়ীত্ব পাবে না বলে ধারণা করছে এলাকাবাসী। মজবুত ও টেকসই সংযোগ সড়ক নির্মাণের দাবিতে এলাকার লোকজন শুক্রবার সকালে কন্ট্রাকটার এবং ইন্জিনিয়ার এর সাথে কথাকাটা কাটি বাধেঁ। এলাকার স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলন  উক্ত এলাকার কিছু অসাধু লোককে মেনজ করে কন্ট্রাকটার রায়হান এবং ইন্জিনিয়ার মাছুম নকশার বাহিরে নিন্মমানের ইটের খোয়া, রড, সিমেন্ট  দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি  এলাকার স্থানীয় বাসিন্ধা মামুন এবিষয়ে প্রতিবাদ করায়  কন্ট্রাকটার রায়হান এবং ইন্জিনিয়ার মাছুম নিন্মমাননের খোয়া,রড দিয়ে ডালাই দেয়ায় কথা শিকার করে মামুনকে ৫ হাজার
  •  টাকার অফার দেয় এবং বলেন রাস্তার  বিষয়ে আপনি আর কোন কথা বলবেন না। আমাদের যে ধরনের সামগ্রী দেয়ার কথা বলা আছে  আমরা যদি সেসব জিনিস ব্যবহার করি তাহলে একাজে আমাদের কোন লাভ হবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর