August 21, 2025, 9:58 am

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

Reporter Name 310 View
Update : Monday, July 23, 2018

আন্তর্জাতিক ডেস্ক,সোমাবার,২৩ জুলাই ২০১৮: আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জন।

নিহতদের মধ্যে ৯ জন নিরাপত্তাকর্মী ও ট্রাফিক পুলিশের সদস্য ছিলেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছা নির্বাসনের পর রবিবার (২২ জুলাই) তার দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় বিমানবন্দরে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামের গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপর এ হামলা চালানো হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্টানেকজাই জানান, ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন তার সমর্থকরা। এ সময় পায়ে হেঁটে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী।

তিনি জানান, ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর স্থানটি অতিক্রমের পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।

আব্দুল রশিদ দোস্তামের মুখপাত্র বশির আহমেদ তায়ানজ জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর