August 30, 2025, 12:07 am

সিনেমা হলের বারান্দায় উঠে গেল বাস

Reporter Name 186 View
Update : Wednesday, August 1, 2018

নিউজ ডেস্ক,বুধবার, ১ আগস্ট ২০১৮: রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা সিনেমা হলের বারান্দায় উঠে গেছে।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একটি রিকশা চুরমার হলেও রিকশাচালক প্রাণে বেঁচে যান।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মো. কামরুজ্জামান বলেন, সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফুটপাতের ওপর উঠে গেলে এক রিকশাচালক সামান্য আহত হন। এ ঘটনায় বাসের চালক জহিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জানান, প্রতিদিন সোনালী ব্যাংকের স্টাফদের নামিয়ে দিয়ে বাসটি মধুমিতা সিনেমা হলের পেছনে পার্কিং করে। শনিবারও পার্কিং করার জন্য বাসটি হলের বাম পাশের গলিতে ঢোকে।

তিনি জানান, এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রিকাশাকে ধাক্কা দেয়। পরে সিনেমা হলের বারান্দায় উঠে যায়। সিনেমা হলের সামনে থাকা দুটি রিকশার ওপর বাসের চাকা উঠে যায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর