স্টাফ করসেপন্ডেন্ট,বুধবার, ১ আগস্ট ২০১৮:

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (০১ আগস্ট) সকাল ১০টার পর উত্তরায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ করছে। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।
এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, তাদের দেয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করা হবে না।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর