November 17, 2025, 9:34 am

উদয়ন বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য পদে শরিফুল ইসলাম নির্বাচিত

Reporter Name 244 View
Update : Sunday, August 5, 2018

মাহফুজুল আলম খোকনঃ

উত্তরার মোল্লারটেক উদয়ন বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডি নির্বাচন ২০১৮ এ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। গতকাল সকাল ৮ টা থেকে আনুষ্ঠানিক ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪ টা নাগাদ। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য ১ হিসেবে মোঃ নুরুজ্জামান বাবলু,মোরগ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৪৮ অভিভাবক সদস্য ২ এ মোঃ শরিফুল ইসলাম বই প্রতিক নিয়ে ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উনাদের নিকটতম প্রতিদন্দি মোঃ নুরুল আলম ছাতা প্রতিক নিয়ে ১৯৬ বোট ও মোছাঃ শেলিনা কবির আনারস প্রতিক নিয়ে ১৪৭ ভোট পেয়ে বিজীত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে এ্যাভোকেট আসমা আক্তার (রুবা) হাত পাখা প্রতিক নিয়ে ৩৯২ ভোট পেয়ে বীজয়ী হয়েছেন,অন্যদিকে তার নিকটতম প্রতিদন্দি মোছাঃ শায়লা পারভিন কলস প্রতিক নিয়ে ৩৪৮ ভোট পেয়ে বিজীত হন। প্রথমিক শাখায় দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাডভোকেট জহিরুল ইসলাম (দেলু)অন্যদিকে উনার নিকটতম প্রতিদন্দি মোঃ জাহাঙ্গীর আলম ভূঞা ফুটবল প্রতিক নিয়ে ৫৮ ভোট পেয়ে বিজিত হন। উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপূর্ন নির্বান অনুষ্ঠিত হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর