October 27, 2025, 6:03 pm

বোমার জন্য পিটিয়ে অজ্ঞান, বের হলো আঠা!

Reporter Name 215 View
Update : Sunday, August 5, 2018

নিউজ ডেস্ক,রবিবার, ৫ আগস্ট ২০১৮: মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পকেটে বোমা আছে সন্দেহে রোমান নামে তরুণকে পেটায় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ রোমানের পকেট তল্লাশি করে কোনও বোমা পায়নি, পেয়েছে একটি আঠার কৌটা।

রোববার (৫ আগস্ট) দুপুরে মিরপুর কমার্স কলেজের সামনে শিক্ষার্থীরা মিছিল বের করে। স্থানীয় নারী সংসদ সদস্যসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা ও পুলিশ শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন। শিক্ষার্থীরা তাদের কথা না শুনে মিছিল চালিয়ে যায়।

এরপর বিকেল ৩টার দিকে বিভিন্ন কলেজের শ পাঁচেক শিক্ষার্থী মিরপুর ১০ নম্বরের দিকে আসে। তখন তাদের মিছিলে রোমান নামে যুবকটি প্রবেশ করেন। তার পকেট দেখে শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা তাকে মারপিট করে। এতে রোমান অজ্ঞান হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে তিনি তার নাম বলেন। এরপর তার পকেটে রাখা কৌটাটি বের করে পুলিশ। দেখা যায়, সেটি একটি আঠার কৌটা।

এরপর পুলিশ রোমানকে চিকিৎসার জন্য আল হেলাল হাসপাতালে পাঠায়। পরে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর