October 23, 2025, 9:46 am

হাবিপ্রবি’র শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Reporter Name 192 View
Update : Sunday, August 5, 2018

নিউজ ডেস্ক,রবিবার, ৫ আগস্ট ২০১৮:
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুর-ঢাকা-দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের চাপের মুখে দুপুর ২টায় অবরোধ তুলে নিতে বাধ্য হয় অবরোধকারী সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে অবরোধ কর্মসূচি।

দেশব্যাপী চলমান নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করেন বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা। এ সময় শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে অবস্থান নেন। ফলে রাস্তায় অসংখ্য যানবাহন আটকা পড়ে।

এ সময় অবরোধকারীরা বলেন, দাবি মোদের একটাই-নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ১০/১৫ জন নেতা অবরোধে নেতৃত্বদানকারীদেরকে অবরোধ তুলে নেয়ার জন্য চাপ দিলে তাদের চাপের মুখে অবরোধ তুলে নিতে বাধ্য হয় শিক্ষার্থীরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর