August 31, 2025, 8:41 am

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ‘হত্যা’ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

Reporter Name 167 View
Update : Monday, August 6, 2018

নিউজ ডেস্ক, সোমবার, ৬ আগস্ট ২০১৮: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সড়ক পরিবহন আইনের কোনো মামলা তদন্তে যদি দেখা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাহলে দণ্ডবিধি ৩০২ ধারায় (মৃত্যুদণ্ড) বিচার হবে।

সর্বোচ্চ সাজা পাঁচ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

এই আইনে মামলার বিচার দীর্ঘায়িত হওয়ার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ হলে তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। এ মামলায় ৩০৪ ধারায় (সর্বোচ্চ সাজা পাঁচবছর কারাদণ্ড ও জরিমানা) বিচার হবে, তবে তদন্তে সড়ক দুর্ঘটনা প্রমাণিত না হলে ৩০২ ধারায় (মৃত্যুদণ্ড) বিচার হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর