November 17, 2025, 10:44 am

শিবপুরে চাঞ্চল্যকর মনোয়ার হোসেন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Reporter Name 201 View
Update : Tuesday, August 7, 2018

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮:
নরসিংদীর শিবপুরে মুদি দোকানী চাঞ্চল্যকর খন্দকার মনোয়ার হোসেন হত্যার রহস্য উদঘাটন ও মামলার আসামী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ আগষ্ট) সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল একই উপজেলার সৈয়দ নগর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার(৭ আগস্ট) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, সৈয়দ নগর গ্রামের মুদি দোকানী মনোয়ার হোসেন (৬৫) গত বুধবার (৪ আগষ্ট) রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালে পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। পরে আজ সকালে একই এলাকার শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হলে সে হত্যার কারণ ও দায় স্বীকার করে। টিউবওয়েল চুরি করার কারণে দোকানী মনোয়ার হোসেন শফিকুল ইসলামকে গালমন্দ করায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আসামী শফিকুল। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর