July 31, 2025, 6:25 am

ষড়যন্ত্রকারীদের ছাড় দিলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: নাসিম

Reporter Name 195 View
Update : Tuesday, August 14, 2018

নিজস্ব প্রতিবেদক,মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের কোনও ছাড় দেয়া হবে না। এদেরকে ছাড় দিলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, নিজেদের অস্তিত্ব ধ্বংস হবে। এইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মঙ্গলবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও ষড়যন্ত্র হয়েছে। হেফাজতে ইসলামের আন্দোলনের সময় বিএনপি নেত্রী ষড়যন্ত্র করেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার জন্য জনগণকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবারে ফেসবুক অপ্রচার চালানো হয়েছে। কোনো কোনো অভিনেত্রী, মডেল, কোনও কোনও অধ্যাপকও অপপ্রচার করেছেন। এ ধরনের ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেয়া হবে না।’

নাসিম বলেন, ‘জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী জন্মদিনের কেক কাটেন। এ ধরণের কর্মকাণ্ডকে জাতি ঘৃণা করে। তারা এবারো এই জঘন্য কাজটি করে কি না তা দেখার বিষয়।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর