October 25, 2025, 2:11 am

ছবিতে প্রিয়াঙ্কার বিয়ের আশীর্বাদ

Reporter Name 208 View
Update : Saturday, August 18, 2018

বিনোদন ডেস্ক,শনিবার,১৮ আগস্ট ২০১৮:
সকল জল্পনা-কল্পনার অবসান যেন শেষ হলো। বিয়ের আগে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের ‘রোকা’ অনুষ্ঠান (বিয়ের আশীর্বাদ) শনিবার মুম্বাইতে চোপড়াদের বাড়িতে সম্পন্ন হয়েছে। প্রিয়াঙ্কার ফ্যানক্লাবের পক্ষ থেকে আশীর্বাদ অনুষ্ঠানের কিছু ছবিও প্রকাশিত হয়েছ।

ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ও নিকের প্রথাগত ভারতীয় পোশাক পরা। প্রিয়াঙ্কার পরণে হলুদ ও সাদা একটি পোশাক, নিকের পরণে সাদা কুর্তা পাজামা।

নিক ও প্রিয়াঙ্কার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান

চোপড়াদের বাড়িতে অনুষ্ঠিত প্রিয়াঙ্কা ও নিকের রোকা অনুষ্ঠান

আশীর্বাদ অনুষ্ঠানে প্রার্থনারত প্রিয়াঙ্কা ও নিক

আশীর্বাদ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কা ও নিক

প্রিয়াঙ্কা ও নিক, একান্তে কিছু সময়

প্রিয়াঙ্কার খুড়তুতো বোন পরিণীতি চোপড়াও অংশ নেন রোকা অনুষ্ঠানে। দিদির বিয়েতে যোগ দিতে নিজের শ্যুটিং থামিয়ে মুম্বাই উড়ে আসেন তিনি

প্রসঙ্গত, গত মাসে প্রিয়াঙ্কার (৩৬) জন্মদিনে লন্ডনে একটি হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব জানান নিক জোনাস (২৫)। জানা গেছে, আগামী সেপ্টেম্বরে নিকের জন্মদিন। তারপরই মার্কিন এ পপ তারকার সঙ্গে বিবাহ-বন্ধনে বাঁধা পড়বেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর