July 31, 2025, 1:34 am

মনোহরদীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

Reporter Name 152 View
Update : Saturday, August 18, 2018

নরসিংদী,শনিবার,১৮ আগস্ট ২০১৮:
নরসিংদীর মনোহরদীতে দুই বোনসহ তিন শিশু পুকুরে ডুবে নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মনোহরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-চরমান্দালিয়া এলাকার মো. আসাদ মিয়ার মেয়ে রিক্তা আক্তার (১০), তাঁর ছোট বোন শিখা আক্তার (৮) এবং একই এলাকার মিজানুর রহমানের মেয়ে মিলি আক্তার (৭)। রিক্তার আক্তার চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মনোহরদী থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া বলেন, বিকেলে তিন শিশু মিলে পাটের চট ধুতে বাড়ির পাশে পুকুরে যায়। সেখানে পুকুর পাড়ে পেছলে একজন পড়ে গেলে তাকে বাঁচাতে একে এক তিনজন পানিতে পরে ডুবে যায়। ঘটনাটি পাড়ে থাকা আরেকটি শিশু (প্রতিবন্ধী) দেখতে পেয়ে ইশারায় লোকজনকে জানায়। পরে আশপাশের লোকজন তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর