August 9, 2025, 9:50 am

সন্দেহ নেই- ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত: প্রধানমন্ত্রী

Reporter Name 159 View
Update : Tuesday, August 21, 2018

নিউজ ডেস্ক,মঙ্গলবার,২১ আগস্ট ২০১৮:
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় জিয়া পরিবার ও তৎকালীন বিএনপি সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমান ওই জনসভায় গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।’

মঙ্গলবার (২১ আগস্ট) ২০০৪ সালের ২১ আগস্টের নিহত ব্যক্তিদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় ২১ আগস্টের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর দলের নেতাদের নানা মন্তব্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দিনটির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘সাধারণত আওয়ামী লীগের কোনো জনসভার নিরাপত্তার জন্য আশপাশের বাড়ির ছাদে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মীরা থাকেন। তবে সেদিন (২১ আগস্ট) কর্মীদের আশপাশের বাসাবাড়ির ছাদে উঠতে দেয়া হয়নি। এ থেকেই প্রমাণিত—কারা এ হামলার সঙ্গে জড়িত।’

২১ আগস্টের হামলার পর বিএনপি-জামায়াতের কিছু চিকিৎসক আওয়ামী লীগের আহত নেতা-কর্মীদের হাসপাতালে সেবা পর্যন্ত দিতেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু আমি নিজ উদ্যোগে আহতদের উদ্ধার এবং বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করি।’

‘এই ভয়াবহ হামলার ঘটনা নিয়ে আমাদের সংসদে একটি কথাও বলতে দেয়া হয়নি। এই হামলায় নিন্দা জানিয়ে কোনো প্রস্তাবও আনতে দেয়া হয়নি’- বলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ দলটির ২৪ নেতাকর্মী নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শর বেশি মানুষ। এদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। ওই দিনের হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। তবে গ্রেনেডের শব্দে তাঁর শ্রবণশক্তি নষ্ট হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর