হজের ফিরতি ফ্লাইট শুরু ২৭ আগস্ট

ধর্ম ডেস্ক,শনিবার, ২৫ আগস্ট ২০১৮:
হজ যাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী সোমবার (২৭ আগস্ট) থেকে। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে ২৬ সেপ্টেম্বর।
ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদী আরব গেছেন।
ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবার ১ লাখ ২০ হাজার লোক হজ পালনে সৌদি আরব গেছেন।
গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট শুরু হয় বলে হজ অফিস জানায়।
এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন মহিলাসহ ৮৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
এরমধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় ৭জন, জেদ্দায় ২ জন মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজযাত্রী মারা যান।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর