September 11, 2025, 11:39 am

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

Reporter Name 159 View
Update : Tuesday, August 28, 2018

গাজীপুর প্রতিনিধি,মঙ্গলবার,২৮ আগস্ট ২০১৮:

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উত্তর সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান বাদল (২৮) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) মো. অহিদুজ্জামান জানান, ভোরে উত্তর সালনা এলাকায় সবজিবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় এতে পিকআপে থাকা সবজি ব্যবসায়ী বাদল ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুইজন আহত হন।

তিনি জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর