September 11, 2025, 11:41 am

দেশের জনশক্তি উন্নয়নের লক্ষে কাজ করছে সরকার-শিল্পমন্ত্রী

Reporter Name 179 View
Update : Wednesday, August 29, 2018

নিজস্ব প্রতিবেদক,বুধবার ২৯ আগস্ট ২০১৮: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দক্ষতার অভাবে আমাদের দেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছে।

তিনি আজ (বুধবার) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সারকারখানায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (কইকা) এর সহযোগিতায় রাষ্ট্রায়ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)” এর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশে ১৭ কোটি জনসংখ্যার বিপরীতে দক্ষ জনশক্তির খুবই অভাব রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। বিভিন্ন দেশে জনশক্তির হার ৬০, ৬৫ আর আমাদেও দেশের জনশক্তির হার মাত্র ১৫ ভাগেরও নিচে। এটা হতাশাজনক। তাই এদেশের জনশক্তিকে বৃদ্ধিও জন্য বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টি ও রপ্তানীর প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজ কওে যাচ্ছে।

বিসিআইসি’র চেয়ারম্যান মো: আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গু শিল্পমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আ: হালিম, নরসিংদীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল্লাহ আল মামুন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক. ঘোড়াশাল ইউরিয়া সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সাদ্দাত হোসেন, পলাশ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, সিবিএ নেতা আমীনুল হক ভূইয়া, হুমায়ুন কবীর, আব্দুর রহিম ও ইসরাইল আলী মন্ডল, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীল মৃধা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর