August 2, 2025, 5:41 pm

প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলে পরাজিত বাংলাদেশ

Reporter Name 166 View
Update : Wednesday, August 29, 2018

স্পোর্টস ডেস্ক, বুধবার, ২৯ আগস্ট ২০১৮: প্রীতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলে পরাজিত বাংলাদেশ ফুটবল দল। বুধবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল।

খেলার ১০ মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশ আর খেলায় ফিরতে পারেনি। মাঝমাঠের ভুল পাস আর গোললাইন ছেড়ে বেরিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলমকে দূর পাল্লার শটে পরাস্ত করেন শ্রীলংকার মোহাম্মদ ফজল। তার কল্যাণে খেলার দশ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় শ্রীলংকা।

শুরুতে গোলে খেয়ে পিছিয়ে যাওয়া বাংলাদেশ এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। যে কারণে হাজার হাজার দর্শকদের উৎসাহ আর উদ্দীপনার পরও নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে পরাজয় বরণ করেছে লাল-সবুজের দল।

ভীষণ দাপদাহের মধ্যেও উৎসবমূখর উপচে পড়া ভীড়ের মধ্য দিয়ে খেলা চলে। খেলার নব্বই মিনিটেও দেশের ফুটবল প্রেমী দর্শকরা জয়ের অপেক্ষায় ছিলেন। কিন্তু একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফুটবলাররা। যে কারণে ঘরের মাঠেই পরাজয় বরণ করতে হয় মামুনুল ইসলাম ও শাখাওয়াত রনিদের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর