August 22, 2025, 9:27 pm

মালয়েশিয়ায় জিম্মিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

Reporter Name 227 View
Update : Thursday, August 30, 2018

মালয়েশিয়া থেকে,বৃহস্পতিবার,৩০ আগস্ট ২০১৮:
দীর্ঘদিন বেতন না দিয়ে জিম্মি করে কাজ করতে বাধ্য করার অভিযোগে ১২ বাংলাদেশিসহ ১৮ জনকে উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ।

বুধবার মালয়েশিয়ার ইপো জেলার সুনগায় মুকিম পুলিশ সবজি ফ্যাক্টরি থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ১২ বাংলাদেশি ও ৬ মিয়ানমার নাগরিক রয়েছেন।

বিদেশি শ্রমিকদের জিম্মি করে রাখার অভিযোগে পুলিশ দুই নারী মালিককেও আটক করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের দুদিনের রিমান্ডে নেয়া হয়।

পুলিশ জানায়, দীর্ঘ দুই মাস কাজ করলেও কোনো বেতন না দিয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করতেন মালিক। বেতন চাইলেই বিভিন্ন টালবাহানা করা হতো।

সহকারী পুলিশ কমিশনার ইয়াহিয়া আবদুর রাহমান জানান, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে ৩২ রিংগিত এবং কেউ যদি একদিন ছুটি নেয়, তা হলে তিন দিনের বেতন কেটে রাখতেন মালিক।

আটককৃতদের কাগজপত্র যাচাইয়ের জন্য মালিকপক্ষের কাছে পাসপোর্ট চাইলে দেখাতে ব্যর্থ হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর