September 11, 2025, 4:24 pm

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ! এমপি হিসেবে ঢাকা ১৮ আসনে নতুন মুখ চায় স্থানীয় আওয়ামীলীগ

Reporter Name 214 View
Update : Saturday, September 8, 2018

রাসেল খান,
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন গিড়ে বৃহত্তর উত্তরা তথা ঢাকা ১৮ আসনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এমপি হিসেবে নতুন মুখ দেখতে চায় । গতকাল দুপুরে তুরাগের আহালিয়া এলাকায় খেলার মাঠে ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগ থেকে এবার মনোনায়ন প্রত্যাশি ঢাকা উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান কর্তৃক আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে এমন বক্তব্য দেন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে বৃহত্তর উত্তরা, বিমানবন্দর, দক্ষিনখান, উত্তরখান, উত্তরা পূর্ব, পশ্চিম ও তুরাগ থানা আওয়ামী লীগের প্রায় ৫ হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মোম্মদ হাবিব হাসান বলেন,প্রতিবারই আমি ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান কওে থাকি কিন্তু আজকের এই অনুষ্ঠানের বিশেষ একটা উদ্যেশ্য রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, উত্তর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এসএম মাহাবুন, দক্ষিনখান আদর্শ ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা উত্তর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ খোকা, উত্তর পশ্চিম থানা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সাইদ সিদ্দিকি কাক্কা, বিমানবন্দর আওয়ামী লীগের মাকসুদুর রহমান,উত্তরখান ইউপি চেয়ারম্যান মো, কামাল হোসেন,উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক রিপন হোসেন প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর