August 21, 2025, 9:56 am

প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭

Reporter Name 164 View
Update : Monday, September 10, 2018

আন্তর্জাতিক ডেস্ক,সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮:
ফ্রান্সের রাজধানী প্যারিসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্রিটিশ নাগরিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্যারিসের উত্তর-পূর্বে বিখ্যাত একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিসহ এক আফগান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১১টার দিকে প্যারিসের উত্তর-পূর্বে একটি লেকের পাড়ে ছুরি এবং রড দিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। হামলাকারী আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এটিকে ব্যক্তিগত হামলা এবং এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দুই ব্রিটিশ নাগরিক আহত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে ওই ঘটনার তদন্ত করছি আর ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর