July 30, 2025, 10:07 pm

সানি লিওনের সঙ্গে সেলফি তুলতে চাইলে

Reporter Name 178 View
Update : Wednesday, September 19, 2018

বিনোদন ডেস্ক,বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮:
সানি লিওনকে নিয়ে একেকজনের ধারণা একেক রকম। কেউ তাকে দেখে ইতিবাচক হিসেবে আবার কেউ বা নেতিবাচক। তবে যে যেভাবে দেখুক না কেন ভক্তদের কাছে তিনি অন্য রকম।

তাই তো এই বলিউড অভিনেত্রীর সঙ্গে যদি সেলফি তোলার সুযোগ মেলে, ভক্তরা তা সহজেই লুফে নেবেন। আর সেই সুযোগটি করে দিয়েছে মাদাম তুসো মিউজিয়াম। এখানে বসেছে সানির মোমের মূর্তি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি নিজেই উদ্বোধন করলেন এটি।

তিনি বলেন, আমি অসম্ভব খুশি এই মূর্তিটা দেখে। এত নিখুঁত। অনেকদিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করছেন আমার এই মূর্তিটা তৈরি করতে।

সানি জানান, মাদাম তুসোয় মূর্তি বসানোর জন্য আমাকে সিটিং দিতে হয়েছিল শিল্পীদের সঙ্গে। এটা অসম্ভব ভাল একটা অভিজ্ঞতা। আমি কখনও ভুলতে পারব না।

সানি লিওন নিজের মূর্তির ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রীর ভাষ্য, এই মিউজিয়াম মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। আর সেই মিউজিয়ামেই তার মূর্তি বসল। এখানে এসে ভক্তরা ছবি তুলতে পারবেন।
মিউজিয়ামেই সানির মূর্তি


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর