November 17, 2025, 2:43 pm

এনা গাড়ীর চাপায় রিকশা চালকের মৃত্যু

Reporter Name 194 View
Update : Wednesday, September 19, 2018

নিজস্ব প্রদিবেদক,বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮: ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদী ও আড়াইহাজার থানার সীমান্তবর্তী এলাকায় ঢাকাগামী এনা রিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কে শিতুলতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিকশা চালক শফিকুল (৪৫) মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের বোনাইত গ্রামের মৃত: শাহ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রিকশা চালক নরসিংদীর মাধবদী থেকে রিকশা চালিয়ে পুরিন্দার দিকে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৪৭৩) রিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চালকসহ প্রায় ১৫০ মিটারের মত দূরে নিয়ে আসে। এতে রিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকের হাত পা ভেঙ্গে মাথা থেতলে যায়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবদী থানার এস আই উত্তম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে মাধবদী ও আড়াইহাজার থানার পুলিশ ঘাতক বাস ও রিকশাটি উদ্ধার করে। রিকশা চালককে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর