হ্যাটট্রিকে রোনালদোকে ছাড়িয়ে গেল মেসি

স্পোর্টস ডেস্ক,বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮:
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ফুটবল জগতের সেরা দুই তারকা। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। একে অপরের রেকর্ড ভাঙাই যেন তাদের লক্ষ্য। কাম্প নউয়ে মঙ্গলবার পিএসভি আইন্দহোভেনকে বিপক্ষে হ্যাটিট্রিক করে আরও একবার ফুটবল ভক্তদের প্রতিদ্বন্দ্বিতার জানান দিলেন মেসি।
এই হ্যাটট্রিকে রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক বার্সেলোনার এই তারকা। অষ্টম হ্যাটট্রিক পূরণ করলেন তিনি। এত দিন তার সমান সাতটি হ্যাটট্রিক ছিল সময়ের আরেক সেরা ফুটবলার রোনালদোরও। এবার রেকর্ডটি একার করে নিলেন মেসি।
স্বরূপে রাশিয়া বিশ্বকাপে জ্বলে উঠতে না পারা মেসি বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা করেছেন দারুণ। এখন পর্যন্ত ছয় ম্যাচে সাত গোল করেছেন এই তারকা।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর