August 9, 2025, 2:09 pm

ইভিএমের পক্ষে নই, কারচুপি হবে কিনা জানি না: এরশাদ

Reporter Name 157 View
Update : Thursday, September 20, 2018

নিউজ ডেস্ক,বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, আমি আগেও ইভিএমের পক্ষে ছিলাম না, এখনও নাই। ইভিএমে কারচুপি হবে কিনা তা নিশ্চিত নই। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন,নির্বাচনে বিএনপি আসলে জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটের সঙ্গে থাকবে। দিন পরিবর্তন হয়েছে। মহাজোটের সঙ্গে থাকলে জাতীয় পার্টির জয় হবে।

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচন করিনি। এবার রংপুরের ২২টি আসন ফেরত চাইবো। এই নির্বাচনে ৭০টি আসন চেয়েছি।

নির্বাচনকালীন সরকারে থাকতে কোনও বাধা নেই জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির এমপিরা নির্বাচনকালীন সরকারে থাকতে পারে।

এ সময় জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের, রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর